শান্তনু বিশ্বাস (গান-লেখক, গাননির্মাতা ও শিল্পী)
শিক্ষাগুরুঃ
- ওস্তাদ সৌরীন্দ্রলাল দাশগুপ্ত
- ওস্তাদ নীরদ বরণ বড়ুয়া
- ব্রাদার হ্যামেল
প্রকাশিত একক গানের সংকলনঃ
- চিরকুট
- পোস্টম্যান
- খড়কুটো
- সব তোমাদের জন্য (কলকাতা থেকে প্রকাশিত)
যৌথ সংকলনঃ
- ঝিনুক ঝিনুক মন
- বহমান
প্রকাশিত গ্রন্থঃ গানের কবিতা খোলা পিঠ
দেশ ও দেশের বাইরে আয়োজিত সঙ্গীত অনুষ্ঠানে নিয়মিত সঙ্গীত পরিবেশনা।
তাঁর কথায় ও সুরে দেশ ও দেশের বাইরে বহু প্রতিষ্ঠিত শিল্পী গান করেছেন।
দেশে ও বিদেশে আয়োজিত সঙ্গীত অনুষ্ঠানে আমন্ত্রিত শিল্পী হিশেবে নিয়মিত আংশগ্রহন ছাড়াও বাংলাদেশের সবকটি টিভি চ্যানেলে নিয়মিত অংশগ্রহণ।
সুর সৃষ্টির ক্ষেত্রে বাংলা গানের মেলোডিক কাঠামোর সঙ্গে বিশ্ব সঙ্গীতের সঙ্গতিপূর্ণ মিশেল।মানুষের প্রতি, সঙ্গীতের প্রতি ভালবাসার সঙ্গে রয়েছে দায়বদ্ধতা।
গানকে কবিতাময় এবং কবিতাকে গানময় করতে পারেন সেইজন যিনি একই সঙ্গে গান লেখেন, সুর করেন এবং নিজে গান করেন। উদ্ভাবনের স্বকীয়তায় তাঁদের গান একটা পরিচয় চিহ্ন খুঁজে পায়। বাংলা গানে যেমন রবীন্দ্রনাথ, নজরুল, দ্বিজেন্দ্রলাল, সলিল চৌধুরী, কবির সুমন প্রমুখ। আমারও পথচলা সেই পথে, সেই ঐতিহ্যের অনুসরণে, তাঁদের কাছ থেকে জানার, শেখার ও সেই গানের গভীর উপলব্ধির পথ ধরে। গানের ভেতর নিরন্তর একটা আত্মপরিচয় চিহ্ন খোঁজা। এ যেন এক আজীবনের অন্বেষণ। যেভাবে একজন কবি কবিতা লেখেন, গল্পকার গল্প, চিত্রকর চিত্র, সেই একই প্রক্রিয়ায় আমার গানও নির্মিত। যে গান জীবনযাপনের গায়ে গায়ে লেগে থাকে, যে গান প্রাত্যহিকতাকে, আমাদের দৈনন্দিনতাকে ছুঁয়ে প্রকাশমান। আর এর ভেতর গানের আধুনিকতাকে খোঁজার অবিরাম চেষ্টা : কথায়, সুরে ও গায়ন রীতিতে।বর্তমান সময়ে ‘বাজনা-গান’ থেকে গানকে আলাদা করে গানের সঙ্গে যেটুকু বাদন সঙ্গত, তাই দিয়ে গানকে খোলামেলা রাখার ইচ্ছেটুকু প্রবল। ‘ কনজ্যুমারিজম’এ বাধা অনেক। চাহিদা, রুচির তোষণ, যে ছকে বিনিময় মূল্য ব্যবহারিকের চেয়েও প্রধান, যেখানে শিল্প একটি সামগ্রী, প্রচার ও বিপননের তীব্র প্রতিযোগিতার পিচ্ছিল পথে গান যেখানে পড়ছে, উঠছে, ডুবছে, ভাসছে, দৌড়চ্ছে, জনপ্রিয় হচ্ছে কিন্তু যথার্থ আধুনিক হয়ে উঠতে পারছে কিনা তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে।
আমার গানের জমিটা অনেকটা এইরকমঃ আমি এবং আমার চারপাশের মানুষ, একক ও যৌথ জীবনের চলমান ও ঘটমান যা কিছু, বেঁচে থাকার আগ্রহ ও লড়াই ও তাকে বাঁচিয়ে রাখার তিব্র ইচ্ছে, আমার ও আমাদের অস্তিত্ব, সংকট ও সংকটমোচন, সুখ দুঃখ, স্বপ্ন দুঃস্বপ্ন, আলোর মত উত্থান ও অন্ধকারের মত পতন, বিরক্তি, ঘৃণা, লজ্জা, সাহস ও ভীরুতা, ছিটেফোঁটা সাফল্য, ভালোবাসা, প্রেম ও প্রেমহীনতা, আমার যাপিত জীবনের যা কিছু অভিজ্ঞান…… তাঁর সবটুকু নিয়ে আমার গান। গানের ভেতর সময়টাকে ধরার চেষ্টা। যা আমাকে নাড়ায়, যা আমাকে ভাবায়, যা আমাকে আলোকিত করে, আলোড়িত অনুরনিত করে, যা আমার ভেতর অপার আনন্দ এবং গভীর দুঃখের সঞ্চার করে, সেই অনুভূতিসমষ্টি নিয়ে আমার গান। হাতটা ধরার অভিপ্রায়ে বোধহয় হাতটা বাড়ানো থাকে সবসময়………
শান্তনু বিশ্বাস
Shantanu Biswas is a songwriter and a singer.
The stream of life, individual and collective achievements and failures, feelings of love that blossom and wither… are an integral part of his songs. He creates them with deep love and passion and tries to express as much as he can in poetry and music. The world of music has no boundaries. This allows him to extend his understanding of music in the chemistry of acculturation, accepting theirs with ours and blending it into the melodic structure of Bangla song. The lyrics are close to modern poetry. The melodies unfold reaching listeners at home and beyond.
As an artist, he has a yearning to touch listeners across the country and also to connect the Diaspora living in many different countries.
Love and commitment towards music and people are the basic elements of his creations.
So far 5 albums have been released and warmly accepted. Shantanu is a regular performer on stage and various TV channels at home and abroad.