হাতটাকে ছুঁয়েছো উত্তাপ নিয়েছো
ছড়িয়ে দিয়েছো চারিদিকে
আমি শীত চাদর খুলে
কুয়াশায় পা ফেলে
চলেছি তোমার অভিমুখে।
যে জীবন শুধু আটপৌঢ়ে
তাকে বইছো কেন এমন করে
নামাও তাকে একবারে
বেঁচে ওঠা নতুন করে
গাছেরা দাঁড়ায় নতমুখে
আমি চলেছি তোমার অভিমুখে।
নাগরিক অভ্যাসে ক্লান্ত
গলা ছেড়ে গায় নাতো গান তো
প্রতিটি মানুষ তাই জানতো
তার ভেঙে পড়া মনের ওপ্রান্ত
বিলবোর্ডে মুখ যায় ঢেকে
আমি চলেছি তোমার অভিমুখে।।