যে আকাশ ধরতে চায়, তাকে ধরতে দাও
যে পথ চলতে চায়, তাকে চলতে দাও
যে চোখ খুলে দেখতে চায়, তাকে দেখতে দাও
যে ভালবাসতে চায়
তাকে ফাগুনের রঙ দাও
সূর্যের আলো দাও
পৃথিবীর যত গান সবটুকু নিয়ে
ভালবাসতে দাও।
ধরো ধরো যে লোক জলে ঝাপিয়ে পড়ছে
ধরো ধড় যে নারী রেলের চাকার নীচে পড়ছে
তাকে বাঁচতে দাও
হাত বাড়িয়ে তাকে ধরো, জড়সড় মানুষটিকে ধরো
তাকে প্রাণের ছোঁয়া দাও
জীবনের খোঁজ দাও
চাঁদের আলো আর চোখের আলোয় ভরা
রাতটাকে চোখ ভরে দেখতে দাও।
খোলা হাওয়ায় সারি সারি তাল তমাল দুলছে
শেকড় মাটিতে তাই আকাশ ছোঁয়ার কথা বলছে
ঝড় হয়ে এলোমেলো করো
বঞ্চিত লোক যত এক কাতারে জড়ো করো
তাদের ঘরমুখো করে দাও
হাত ভরে কাজ দাও
মাথা তুলে প্রাণ খুলে খোলা হাওয়ায় দুলে
স্বর্ণকমল হয়ে উঠতে দাও।।