মুখ থেকে ওর বের হওয়া যত কথা
নদীর মত ছিল খরস্রোতা
ঠোঁটের ছোঁয়ায় অজস্র ফুল ফোটে
মূর্ছনাতে গান হয়ে ওঠে।
চোখের সামনে চলমান সব ছবি
দ্বিধায় কাঁপে আমার বান্ধবী
ফাগুন মাসের ঝরে পড়া পাতা
ভেঙছিল তোমার নীরবতা
বিবি আমার আঁকা ছিল পটে
মূর্ছণাতে গান হয়ে ওঠে।
রোদ ছায়া কখন মুখে পড়ে
তোমার আমার সবার অগোচরে
আগুনরঙা শাড়ির আঁচলে
চাইছো বলে নিজেই উঠলে জ্বলে
বলো আমার সময় কেমন করে কাটে
মূর্ছণাতে গান হয়ে ওঠে।।