পলাশের বাগানে আগুন লেগেছে
কাঙাল শহর আজ ফাগুনের রঙ মেখেছে
প্রেমিক যুগল যত রাজপথ দখল করেছে
সবকিছু তাই দ্রুত বদলে বদলে যাচ্ছে।
জ্বালাধরা চোখটায় বৃষ্টির ছাঁট দাও
ঘাসেমাখা মুখটায় চুম্বন এঁকে দাও
আজ হৈ হৈ আজ হুল্লোড়
আজ অনায়াস আজ নেই জোর
দ্যাখো নীলাকাশ মাটি ছুঁয়েছে।
ভালোবাসা দেশ জুড়ে হরতাল ডেকেছে
শালিখের দল তাই পথে এসে নেমেছে
আজ নেই ভয় নেই সংঘাত
আজ অনায়াস আজ হাতে হাত
আজ গানগুলো ডানা মেলেছে।