পাথরঘাটার ঘন্টা বাজে কী হৈল কী হৈল
যীশুর ঘরে নিখোঁজ হইলো
একটি মাইয়া মইরা গেল
ক্রুশের মালা শিশুর মত পায়ের নিচে
কী হৈল কী হৈল কী হৈল।
তুলসীমালা গলায় দিয়ে সেই মাইয়াটা নৃত্য করে
মুদ্রা মানে ভবের ঘরে
কী হৈল কী হৈল কী হৈল কী হৈল।
ফিরিঙ্গিরা রব ছড়াইলো
কাকের মত চতুর্দিকে রব ছড়াইলো
পাথরঘাটার ঘন্টা বাজে
রাত বিরোতে মনের মাঝে
কী হৈল কী হৈল কী হৈল হৈল।
(কথাঃ ত্রিদিব দস্তিদার)