এখানে আমরা ক’জন বসে আছি
ওখানে করছে ওরা বাজিমাৎ
ওখানে মিষ্টি মিষ্টি সুখ মৌমাছি
এখানে আমরা ক’জন খালি হাত।
ওখানে ঝলমলে রোদ জোছনা
ওখানে ছাই ধরো যদি হবে সোনা
এখানে বহুদিন বৃষ্টি পড়ে না
এখানে আমরা ক’জন অকস্মাৎ।
ওখানে দুলছে সেগুন মঞ্জরী
ওখানে রোদছায়া করছে লুকোচুরি
ওখানে খুঁজেও পাবে না অনাহারি
এখানে আমরা ক’জন নুন ভাত।।