যদি ফুটপাত বদল হলো
তবে সামলে সামলে পা ফেলো
বন্ধুবিহীন যদি হয়ে যাও তাও ভাল
যাকে ভালবাসি সেও যদি বলে
না থাকলেও আমার চলে
তবে তুমি বা করবে কেন
এ জীবন এলোমেলো
এই তো আচি আমি আছি
এই তো আমি ভাল আছি।
কেউ যাচ্ছে বহুল ঠিকানা
কেউ দেখেও কিছু দেখছে না
যদি হবে তোমার এত চেনা
কেন তাকে আরো কাছে ডাকছো না
যদি বাজে সুরধ্বনি
গানে বেঁধে নাও তাকে এক্ষুনি
তাকে শোনাও নদীর কান্না ছলোছলো।
নির্বাক নীরবতা
নেই নেই কোন কথা
শুধু তীব্র গানের আকুলতা
নিয়ে ছুটছে খরস্রোতা
সেই রাঙা নদীর কাছে
আমার অনেক কিছু বলার আছে
কাছে গিয়ে দেখি চোখ দুটো
তারও টলোমলো।।