মেঘের অনেক উপরে
মেঘ ঢাকা তারা
যদি মেঘ যায় সরে
আকাশ আলোয় ভরা
সুর থেকে গানে
ভীষণ অভিমানে
রাত জেগে থাকা
আকাশ মেঘে ঢাকা।
মালিনী মালিনী
বাগান করেনি
ফুল ফোটে নি
তাই নিয়ে গেছে ছুটি
তাঁকে যেতে তো বলনি
তবু শিথিল কেন মুঠি
চেনা চেনা মুখ
তবু অন্য চেহারা।
কখন হবে নদী
জ্বলে ওঠো যদি
ভালবাসায় মাটি
আকাশ ছুঁতে চায়
আকাশ ছুয়েছি কি
নেই কোন সাড়া
পারেনি বলে কি
তার ধূলোয় আঁচল ভরা।।