তুমি ছুঁয়ে দিলে হবে রূপান্তর
তুমি ছুঁয়ে দিলে ভাঙবে না কোন ঘর
তুমি ছুঁয়ে দিলে চিক্চিক্ বালুকণা
তুমি ডুবে গেলে চাঁদ আর উঠবে না।
না ছুঁয়ে দিলে ক্লান্ত শরীর একা
না ছুঁয়ে দিলে আকাশ মেঘে ঢাকা
না ছুঁয়ে দিলে ধূ ধূ তেপান্তর
তুমি ছুঁয়ে দিলে হবে রূপান্তর।
দিগন্তছোঁয়া নীল রঙ পারাপার
রাঙিয়ে তুলেছে আমার অন্ধকার
তুমি ছুঁয়ে দিলে আকাশ সামিয়ানা
তুমি ডুবে গেলে চাঁদ আর উঠবে না।।